বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বিরুদ্ধে চেক প্রতারণার অভিযোগে আদালত সম্পদ ক্রোকের আদেশ দিয়েছেন। সোমবার (২৪ মার্চ) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান এই আদেশ প্রদান করেন।
আইএফআইসি ব্যাংকের রিলেশনশিপ অফিসার সাহিবুর রহমান বাদী হয়ে গত ১৫ ডিসেম্বর আদালতে একটি মামলা দায়ের করেন। অভিযোগে বলা হয়, সাকিব আল হাসান তার মালিকানাধীন প্রতিষ্ঠান ‘সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্ম লিমিটেড’-এর পক্ষে ২০১৭ সালে আইএফআইসি ব্যাংকের বনানী শাখা থেকে ১.৫ কোটি টাকা ঋণ গ্রহণ করেন। তবে নির্ধারিত সময়ের মধ্যে ঋণ পরিশোধ না করায় ব্যাংক থেকে একাধিকবার নোটিশ পাঠানো হয়। এরপর গত বছরের ৪ সেপ্টেম্বর ব্যাংকের কাছে প্রতিষ্ঠানটি ৪ কোটি ১৪ লাখ টাকার দুটি চেক প্রদান করে, যা পর্যাপ্ত অর্থের অভাবে ডিজঅনার হয়। ফলে ব্যাংক কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে মামলা দায়ের করে।
মামলার শুনানির ধারাবাহিকতায়, ১৯ জানুয়ারি আদালত সাকিব আল হাসান ও প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক গাজী শাহাগীর হোসাইনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আদালতে হাজির না হওয়ায় বাদীপক্ষ সম্পদ ক্রোকের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। বেঞ্চ সহকারী আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তবে মামলার নথিতে সম্পদের বিস্তারিত বর্ণনা উল্লেখ নেই বলে জানা গেছে।
মামলার অপর আসামি, প্রতিষ্ঠানটির পরিচালক ইমদাদুল হক আদালতে হাজির হয়ে জামিন নিয়েছেন। অপরদিকে, মামলার অন্যতম আসামি মালাইকা বেগম মৃত্যুবরণ করেছেন বলে আদালতে জানানো হয়, এবং তার মৃত্যু-সংক্রান্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
এই আদেশের ফলে সাকিব আল হাসানসহ অভিযুক্তদের আদালতে হাজির হতে হবে। নির্ধারিত সময়ে হাজির না হলে আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা পুনরায় জারি করতে পারেন। ক্রিকেট ও রাজনৈতিক অঙ্গনের পরিচিত এই ব্যক্তিত্বের বিরুদ্ধে আইনি পদক্ষেপ ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়া সাকিব আল হাসান ওয়ানডে ক্রিকেট চালিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তবে সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে। ইতোমধ্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজ থেকে তাকে বাদ দেওয়া হয়েছে।
সাকিব আল হাসানের বিরুদ্ধে মামলাটি বাংলাদেশের ক্রীড়াঙ্গন ও রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এখন দেখা যাক, আইনি লড়াইয়ে তার ভবিষ্যৎ কোন পথে এগোয়।
সূত্র: এফএনএস