সিরাজগঞ্জে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রেল অবরোধ ও মানববন্ধন করেছে স্থানীয়রা।
সোমবার সকালে সদর উপজেলার সয়দাবাদ রেলস্টেশনে এ কর্মসূচি পালন করা হয়। এতে নেতৃত্ব দেন সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. রফিক সরকার ও সয়দাবাদ ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম।
মানববন্ধনে সয়দাবাদ রেলস্টেশনে সব আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবি জানান বক্তারা। একপর্যায়ে ঢাকা থেকে নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেস ও রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস অবরোধ করেন তারা। তবে স্টেশন কর্তৃপক্ষের আশ্বাসে অবরোধ তুলে নেয়া হয়। আগামী সাতদিনের মধ্যে দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুমকি দেন আন্দোলনকারীরা।