1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম :
পাবনায় ইসরাইলি বর্বরতার বিরুদ্ধে বিক্ষোভ বেইজিং ঘোষণা বাস্তবায়ন করতে বিশ্বব্যাপী সহযোগিতা বৃদ্ধির আহ্বান মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টার গাজা ও ইয়েমেনে হত্যাযজ্ঞ ঠেকাতে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আলী খামেনির রায়পুরায় আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে নিহত ২ হত্যা-লুটপাটে জড়িত নয়, এমন নেতৃত্বে আ’লীগের রাজনীতিতে বাধা নেই: রিজভী ‘রিফাইন্ড আওয়ামী লীগ‍’ নামে নতুন ষড়যন্ত্রের পরিকল্পনা চলছে: হাসনাত আ.লীগের পুনর্বাসন জনগণ মেনে নেবে না: জামায়াত আমির ঈদে সংবাদকর্মীদের ছুটি কমপক্ষে ৫ দিন করার দাবি এসআরএফের যেসব গণমাধ্যম সাংবাদিকদের সম্মানজনক বেতন দেবে না তাদের আর দরকার নেই : শফিকুল আলম পাবনায় বাসচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

ইউএনও’র সংস্কারে ১৭ বছর পর প্রাণ পেল ভাঙ্গুড়া উপজেলা পরিষদের শহীদ মিনার

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৬৯ সময় দর্শন

বিশেষ প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়া উপজেলা পরিষদের শহীদ মিনার অযত্নে অবহেলায় পড়ে ছিল ১৭টি বছর ! কারণ এই মাঠে সরকারি উদ্যোগে শহীদ মিনার নির্মাণে তৎকালিন আওয়ামীলীগ নেতাদের নাকি সম্মতি ছিলনা। ফলে  ‍পুর্বতন ইউএনওগণ এখানে শ্রদ্ধা নিবেদনের প্রতি মনোযোগ দিতে পারেননি।  আওয়ামীলীগ সরকারের পৃষ্ঠপোষকতায় সাবেক এমপি মো. মকবুল হোসেন ভাঙ্গুড়া বাসস্ট্যান্ডের নিকট রেল লাইনের ধারে ঝুঁকিপূর্ণ একটি জায়গায় শহীদ মিনার নির্মাণ করেন। তখন তিনি এটাকেই কেন্দ্রীয় শহীদ মিনার ঘোষনা করায় উপজেলা প্রশাসনসহ সবাই সেখানেই শ্রদ্ধা নিবেদন করতে বাধ্য হতেন। এভাবে ১৭ বছর গড়ায়। ইউএনও’র বাংলোর দক্ষিণে এবং উপজেলা ভুমি অফিসের সামনে উপজেলা পরিষদের এই শহীদ মিনারটি কেউ সংস্কার করতেও সাহস পাননি। দীর্ঘদিন অযত্নে স্যাঁত স্যাঁতে হয়ে পড়ে,রং বিবর্ন হয়। কোথাও কোথাও ভেঙ্গে ক্ষতের সৃষ্টি হয়। শহীদ মিনারে সরাসরি  প্রবেশের রাস্তাও ছিলনা,জঙ্গলে ছিল ভরপুর। তবও দুর্ভাগ্য হলেও সত্য এই শহীদ মিনারে সরকারের কেউ ফুল দিতে যাননি,যেতে হতো দূরের কথিত ঐ কেন্দ্রীয় শহীদ মিনারে। অথচ তৎকালিন ইউএনও মো. মিজানুর রহমান সরকারি কর্মসূচী পালনের সুবিধার্থে পরিষদ মাঠে এই শহীদ মিনারটি নির্মাণ করেছিলেন।

অতপর আগস্ট বিপ্লব ! অন্তবর্তীকালিন সরকার ক্ষমতায় এলেন। আওয়ামী কালো ছায়া সরে গেল। ইউএনও হিসাবে দায়িত্ব পেলেন মোছা. নাজমুন নাহার। তাঁর চোখে পড়লো এই শহীদ মিনার। এখানে রয়েছে একটি শিশু পার্ক,নির্ঝরিণী নামে একটি ক্ষুদে রাইব্রেরি ও পুকুর। পুকুরের চারপাশে রয়েছে ওয়াক ওয়ে । ইউএনও নাজমুন নাহার সৌন্দর্য  বর্ধনে মনোযোগ দিলেন। পার্কের মাঠে নব উদ্যোমে ঘাস লাগালেন,বিভিন্ন প্রজাতির ফলজ বৃক্ষ,ফুলের বাগান তৈরিসহ প্রাকৃতিক সৌন্দর্য  ফিরিয়ে আনেন। দর্শকদের বসার আসন নির্মাণ ও রং করার ব্যবস্থা করলেন।

তিনি শহীদ মিনারের চারপাশে জঙ্গল পরিস্কার করে সামনে মুল ফটক নির্মাণসহ ওয়াক ওয়ে উন্মুক্ত করলেন। বেদিতে সাটালেন টাইলস। লাল রং এ রক্ত বর্ণে জেগে উঠলো এই শহীদ মিনার। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ উদযাপনে নিলেন নতুন নতুন পদক্ষেপ। শহীদ মিনারের পাদদশে চিত্রকর্মের মত আলপনা ও বর্ণ লেখার কাজ করলেন। এক ঝাঁক তরুণ শিক্ষার্থী নেমে গেলেন সেই আলপনার কাজে। এ এক নতুন উদ্যোম !

সহকারী কমিশনার (ভুমি) তাসমীয়া আক্তার রোজীকে সঙ্গে নিয়ে ইউএনও নিজে ধরলেন তুলি ! এভাবেই শুরু হলো “ আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি,আমি কি ভুলিতে পারি” এমন ভাবনার প্রতিচ্চবি,আলপনা ও বর্ণ লিখন। এখন শহীদ মিনারটি সেজে উঠেছে নতুন সাজে। আজ রাত ১২টা ১মিনিটে  শ্রদ্ধা ও ভালোবাসায় ভরে উঠবে শহীদ মিনার,সহস্র মানুষের পূষ্পার্ঘ দিয়ে। ১৭ বছর পর আজ সরকরি ভাবে এই শহীদ মিনারে সবাই শ্রদ্ধা জানানোর অপেক্ষায়। ইউএনও নাজমুন নাহারের এই মহৎ কর্মটি সবার কাছে উজ্জল দৃষ্টান্ত হয়ে থাকবে -এমনই প্রত্যাশা সবার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host