ভাঙ্গুড়া প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়া উপজেলার সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি কলেজের সমাজকর্ম বিভাগের প্রভাষক আব্দুল হালিমের উপর সন্ত্রাসী হামলা ও তাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বৃহস্পতিবার(৯ জানুয়ারি) শিক্ষকরা মানববন্ধন কর্মসূচী পালন করেন। সকাল ১১টায় কলেজ গেটের সামনে তারা অবস্থান করেন।
এ সম্পর্কে কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল লতিফ মিয়া তার বক্তব্যে বলেন,গত ৭ জানুয়ারি সকালে কলেজে আসার সময় ওয়াজেদ আলীর নেতৃত্বে কতিপয় দুষ্কৃতকারি দেশি অস্ত্র নিয়ে তার উপর হামলা করে এবং প্রভাষক আব্দুল হালিমের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে। বর্তমানে তিনি গুরুতর অসুস্থ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বেডে চিকিৎসাধীন রয়েছেন বলে তিনি জানান। এই মানববন্ধন কর্মসূচী থেকে হামলাকারিদের প্রত্যেককে গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের নিকট দাবি জানান হয়। পরে ঘটনার নিন্দা ও প্রতিকারের জন্য উপজেলা নির্বাহী অফিসার বরাবরে শিক্ষকরা একটি স্মারক লিপি প্রদান করেন।
মানববন্ধন কর্মসূচীতে হাজী জামাল উদ্দিন ডিগ্রি কলেজের সকল বিভাগের বিভাগীয় প্রধান ও অন্যান্য শিক্ষকবৃন্দ অংশ গ্রহণ করেন। এছাড়া কলেজ শাখার এই ছাত্রদল সভাপতির নেতৃত্বে অনেক শিক্ষার্থী শিক্ষকদের সাথে একাত্বতা ঘোষনা করে মানববন্ধন কর্মসূচীতে যোগদান করে।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম ঐ শিক্ষকের উপর হামলার কথা স্বীকার করে বলেন, এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের হয়েছে এবং হামলাকারিদের মধ্যে দু’জনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহার কলেজ শিক্ষকদের একটি স্মারক লিপি পাওয়ার কথা স্বীকার করে বলেন,হামলাকারিদের গ্রেফতারে ইতোমধ্যে পুলিশকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।।