দিনাজপুরের কাহারোল উপজেলার ২নং রসুলপুর ইউনিয়নের গোডাউন ঘর হতে ৫২ বস্তা রাসায়নিক সার উদ্ধার করা হয়। বুধবার জানালার ফাঁক দিয়ে এলাকার লোকজন দেখতে পান যে, গোডাউন ঘরে সারের বস্তা রয়েছে। তাৎখনিক ২নং রসুলপুর ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা হুমায়ন কবিরকে জানালে তিনি গোডাউনের দরজা খুলে দেখতে পান সার গুলি। পরে কাহারোল উপজেলা নির্বাহী অফিসারকে জানান।
কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলাম ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তাকে বস্তার সঠিক হিসাব দিতে বলেন সেই মুহুর্তে প্রশাসনিক কর্মকর্তা ৫২ বস্তা রাসায়নিক সার আছে বলে অবহিত করেন উপজেলা নির্বাহী অফিসারকে।
এলাকার লোকজন বলেন, ইউনিয়ন পরিষদের গোডাউনে সারগুলি কার কৃষকের না চেয়ারম্যানের।
এব্যাপারে কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলামের সঙ্গে কথা হলে তিনি বলেন, উক্ত সার বিষয়ে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
এফএনএস