ভাঙ্গুড়া প্রতিনিধি :
পাবনার ভাঙ্গুড়া উপজেলায় বই উৎসবে শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি থাকলেও প্রথম দিনে কম সংখ্যক শিক্ষার্থী বই পেয়েছে। কারণ সকল শেণির সবগুলো বই এখনো সরবরাহ পাওয়া যায়নি। তবে পর্যায়ক্রমে শিগগিরই বইগুলো শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়া হবে- এমন আশ্বাসের মধ্য দিয়ে ১ জানুয়ারি বুধবার নতুন বছরে ছাত্র-ছাত্রীদের মাঝে বই বিতরণ করা হয়।
তবু উৎসবের ঘাটতি নেই ! নতুন বছরে, নতুন ক্লাশে,নতুন বই- এ যেন এক আলাদা রকমের আনন্দ। এই আনন্দ-উৎসবের আমেজ থেকে কেউ বঞ্চিত হতে চায়না ! তাই ছুটে আসা নিজ নিজ স্কুলে । নতুন বছরের প্রথম দিনে ছাত্র-ছাত্রীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
সরেজমিন উপজেলার শরৎনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গন নতুন আঙ্গিকে সেজে উঠতে দেখা যায়। বেলুন আর ফেস্টুন দিয়ে সজ্জিত করা হয়েছে বিদ্যালয় আঙ্গিনা। লাল সোয়েটার পরিহিত ছাত্র-ছাত্রীদের হাতে বাংলাদেশের লাল সবুজের পতাকা। এটা শিক্ষার্থীদের জন্য আলাদা এক মূহুর্ত ! জীবন পাতার স্মৃতিপটে তারা এগুলো স্মরণীয় করে রাখতে চায় বলেই এসবের আয়োজন করেছে বলে মনো হলো !
এমন একটি আয়োজনের মধ্যে উপজেলার প্রাচীনতম বিদ্যাপিঠ শরৎনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বই উৎসবে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মোছা.নাজমুন নাহার। এ সময় উপজেলা শিক্ষা অফিসার মো. সেকেন্দার আলী ও প্রধান শিক্ষক হাবিবা খন্দকার তার পাশে ছিলেন।
উপজেলার অন্যান্য বিদ্যালয়েও একইভাবে বই উৎসবের খবর পাওয়া গেছে। তবে দূরবর্তী স্কুলগুলোর প্রধান শিক্ষকগণ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকদের নিয়ে বই উৎসব উদযাপন করেন বলে খবর পাওয়া গেছে।।