কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলায় নসিমন খাদে পড়ে এক চালক নিহত হয়েছেন। বুধবার সকালে ভুরুঙ্গামারী থেকে বাগভান্ডার যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে দেশীয় প্রযুক্তিতে তৈরী এই বাহনটি। এতে নিহত হয় চালক তুফান ইসলাম রাসেল (২৫)। তিনি ভুরুঙ্গামারী উপজেলার পূর্ব বাগভান্ডার গ্রামের আজিজ মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, চালক তুফান তার নসিমনটি নিয়ে বাগভান্ডার যাওয়া পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। পরে স্থানীয় লোকজন তুফানকে উদ্ধার করে ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভুরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নসিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাওয়ার ঘটনায় এর চালক নিহতে হয়েছেন।
বাসস