ফিলিস্তিনের অবরুদ্ধ গাঁজা উপত্যকায় ইসরাইলি ভয়াবহ হামলা যেন থামছেই না। প্রতিদিন একের পর এক হামলা চলমান রয়েছে। এতে ঝরছে মৃত্যুর মিছিল। মৃত্যুর সংখ্যা পার হলো ৪৫ হাজারের উপরে। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরও ৭৭ ফিলিস্তিনি নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
এসব হামলায় আরও ১৭৪ জন আহত হয়ছেনে। হতাহতরে সংখ্যা আরও বাড়তে পারে। কারণ, অনকে মানুষ এখনও ধ্বংসস্তূপরে নেিচ এবং রাস্তায় আটকা পড়ে আছনে কারণ উদ্ধারকারীরা তাদরে কাছে পৌঁছাতে পারছনে না।
শুক্রবার এক প্রতিবেদনে আনাদোলু এজেন্সি এ তথ্য জানিয়েছে।প্রতিবেদনে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বলা হয়েছে, ইসরাইলি হামলায় গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় মৃতের সংখ্যা বেড়ে ৪৫ হাজার ২০৬ জনে দাঁড়িয়েছে।
মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, চলমান এই হামলায় আরো অন্তত এক লাখ ৭ হাজার ৫১২ জন ব্যক্তি আহত হয়েছেন।
ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে, গাঁজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির স্তূপের নিচে এখনও ১০ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরাইল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে।
এফএনএস