কালীগঞ্জ উপজেলার মোবারকগঞ্জ চিনিকলে ৫৮তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৪ টায় মিলের ডোঙায় আখ ফেলে এর উদ্বোধন করা হয়।
২০২৪-২০২৫ আখ মাড়াই মৌসুমের উদ্বোধন করেন বিএসএফআইসির ইক্ষু ও গবেষণা বিভাগের যুগ্ম সচিব ও পরিচালক এ টি এম কামরুল ইসলাম।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল আলম, উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলাম, কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম হাওলাদারসহ অতিথিরা।
এরআগে বিকাল ৩ টায় চিনিকল চত্ত্বরে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় তিনজন আখ চাষীকে পুরষ্কার প্রদান করা হয়।
বাসস