আইজিপি মোঃ ময়নুল ইসলাম এনডিসি শনিবার দুপুরে রংপুরের পীরগঞ্জের বাবনপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন। সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার বাবনপুর গ্রামে পৌঁছান তিনি।
জিয়ারতের পর আবু সাঈদের পরিবারের সাথে কুশলাদি বিনিময় করেন। এ সময় রংপুর রেঞ্জ এর ডিআইজি আমিনুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল মজিদ,রংপুরের পুলিশ সুপার শরীফ উদ্দিন,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম, রাকিব হাসান, তরিকুল ইসলাম, পীরগঞ্জ থানার ওসি এমএ ফারুক উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৬ জুলাই রংপুরের পার্কের মোড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশ, যুবলীগ, ছাত্রলীগের সাথে সংঘর্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ১২তম ব্যাচের শিক্ষার্থী আবু সাঈদ পুলিশের গুলিতে নিহত হন।