জাতীয় আট দিবস বাতিল করেছে সরকার। গতকাল এ সংক্রান্ত আদেশ জারি করে মন্ত্রীপরিষদ বিভাগ। সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়।
গতকাল প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে প্রথম আট দিবস বাতিলের তথ্য জানানো হয়।
বাতিল হওয়া দিবসগুলো হলো- ঐতিহাসিক ৭ই মার্চ, ১৭ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবস ও জাতীয় শিশু দিবস, ৫ই আগস্ট শেখ হাসিনার ভাই শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী, ৮ই আগস্ট শেখ হাসিনার মা বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী, ১৫ই আগস্ট বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস, ১৮ই অক্টোবর শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল দিবস, ৪ঠা নভেম্বর জাতীয় সংবিধান দিবস এবং ১২ই ডিসেম্বর স্মার্ট বাংলাদেশ দিবস।