জাতীয় সিরাত উদযাপন কমিটি কর্তৃক আয়োজিত সিরাতুন্নবী (সা) মাহফিল আজ শনিবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে।শুক্রবার (৪ অক্টোবর) বিকেলে জাতীয় সিরাত উদযাপন কমিটি প্রেস বিফ্রিংয়ে সার্বিক প্রস্তুতি সম্পন্নের ঘোষণা দেওয়া হয়। দেশের প্রবীণ আলেমে দ্বীন মাওলানা আবু তাহের জিহাদি আল কাসেমীর সভাপতিত্বে সাংবাদিকদের সামনে সিরাত মাহফিলের ব্রিফিং করেন জাতীয় সিরাত উদযাপন কমিটির মহাসচিব ডক্টর মাওলানা খলিলুর রহমান মাদানী।
প্রেস বিফ্রিংয়ে ড. খলিলুর রহমান মাদানী জানান, সিরাতুন্নবী (সা) মাহফিল অনিবার্য কারণে শুক্রবারে পরিবর্তে শনিবারে অনুষ্ঠিত হচ্ছে। এ লক্ষ্যে আয়োজনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মাহফিলের মূল প্যান্ডেলে ৬০ হাজার মুসল্লি একত্রে বসতে পারবেন। এছাড়া পুরো মাহফিল মাঠে ২ লাখের অধিক ধর্মপ্রাণ নারী-পুরুষ সমবেত হতে পারবে। নারীদের জন্য যথাযথ পর্দা রক্ষার ব্যবস্থা সহ পৃথক প্যান্ডেল করা হয়েছে।
এ সময় অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন প্রফেসর ড. মাওলানা রফিকুর রহমান মাদানী, অধ্যক্ষ মওলানা মোশারফ হোসাইন খান, অধ্যক্ষ মাওলানা ড. মহিউদ্দিন, অধ্যক্ষ মাওলানা শহিদুল ইসলাম, অধ্যক্ষ মাওলানা নিজাম উদ্দিন, মুহাদ্দিস মাহমুদুল হাসান, শায়খ খালেদ সাইফুল্লাহ বকশি, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা আবু হানিফ নেসারী, মুফতি শফিক বিন বাহাউদ্দিন, অধ্যক্ষ ইসমাইল হোসাইন, হাফেজ নুরুল আমিন প্রমুখ।
ঢাকা পোস্ট