ভারতে বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সা:) ও ইসলাম সম্পর্কে কটুক্তির প্রতিবাদে পাবনার ভাঙ্গুড়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (৪ অক্টোবর) জুমার নামাজের পর উপজেলা উলামা পরিষদ এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।
সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রী কলেজ জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়।এতে শত শত তৌহিদী জনতা অংশ গ্রহণ করেন।এসময় বিক্ষোভকারীরা নারায়ে তাকবির-আল্লাহু আকবার,বিশ্বনবীর অপমান-সইবে নারে মুসলমান, দুনিয়ার মুসলিম-এক হও এক হও সহ নানা শ্লোগানে রাজপথ প্রকম্পিত করে তোলেন।
মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষ করে সেখানে গিয়েই শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন,উপজেলা উলামা পরিষদের সভাপতি মাওলানা রকিব উদ্দিন আহমাদ।সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মাওলানা আমিনুল হক মিয়াজী,মাওলানা মানসুরুল হক, মুফতি জিহাদুল ইসলাম,মুফতি নুরুজ্জামান নোমানী প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, রাসুল (সা.) কে নিয়ে ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ কটুক্তি করেন আর তাঁকে সমর্থন দেন বিজেপির বিধায়ক নীতেশ নারায়ণ রানে।এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে কটুক্তিকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।