নির্বাচনকালীন, দেশের দুর্যোগ ও আপদকালীন সময়ে আনসার-ভিডিপি সদস্যদের কাজে লাগাতে তাদের দক্ষ বাহিনী হিসেবে গড়ে তুলতে পাবনার ভাঙ্গুড়ায় গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে উপজেলার কৈডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১০ দিনব্যাপী এই প্রশিক্ষণের সমাপ্ত হয়।
সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী পাবনার জেলা কমান্ড্যান্ট মো. ফজলে রাব্বি, পিভিএম।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী ৩০ জন পুরুষ এবং ১৯ জন মহিলা আনসার-ভিডিপি প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও পুরস্কার প্রদান করেন কর্মকর্তারা।
এ সময় ভাঙ্গুড়া উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক সামিউল ইসলাম, কৈডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. মাকরোজা খাতুন, ভাঙ্গুড়া উপজেলা আনসার কোম্পানী কমান্ডার শেখ সাখাওয়াত হোসেন, ভাঙ্গুড়া ইউনিয়ন ভিডিপি দলনেতা জিল্লুর রহমান, দলনেত্রী হামিদা পারভীন, ভাঙ্গুড়া ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডার আলতাব হোসেন, সহকারী ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডার জাহাঙ্গীর আলম ও মন্ডতোষ ইউনিয়ন ভিডিপি দলনেতা সবুজ হোসেন উপস্থিত ছিলেন।
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মমতাজ মহল বলেন, এলাকায় সন্ত্রাস, জঙ্গিবাদ দমন, মাদকদ্রব্য ও বাল্যবিবাহ প্রতিরোধে আনসার-ভিডিপি সদস্যদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এছাড়াও নিজ নিজ আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রয়োজনীয় দিক নির্দেশনামূলক বক্তব্য দেন।