ভাঙ্গুড়া প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়া পৌরসভার উপ-নির্বাচনে বিনা প্রতিদ্বন্দিতায় মেয়র নির্বাচিত হযেছেন মো.আজাদ খান।
আজ সোমবার (১০ জুন) রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার মো.মাহবুবুর রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত জারিকৃত গণ-বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়,মেয়র পদে উপ-নির্বাচনে মো.আজাদ খান বৈধভাবে একমাত্র মনোনীত প্রার্থী হওয়ায় স্থানীয় সরকার (পৌরসভা) নির্বাচন বিধিমালা,২০১০ এর বিধি ২১অনুযায়ী তাকে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত ঘোষণা করা হলো।
উল্লেখ্য,ভাঙ্গুড়া পৌরসভার মেয়র গোলাম হাসনাইন রাসেল পদত্যাগ করে উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় পদটি শুণ্য হয় এবং পরে বিপুল ভোটে তিনি ভাঙ্গুড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।