ভাঙ্গুড়া সংবাদদাতা:
আজ শনিবার (৪ জুন) থেকে পাবনার ভাঙ্গুড়া উপজেলায় কোভিড-১৯ এর তৃতীয় বা বুস্টার ডোজ ভ্যাকসিনেশনের লক্ষ্যে টিকা প্রদান সপ্তাহ শুরু হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলার ছয়টি ইউনিয়ন ও একটি পৌরসভায় একযোগে টিকা প্রদান করা হচ্ছে। দ্বিতীয় ডোজ নেওয়ার পর যাদের চার মাস অতিবাহিত হয়েছে তারা তৃতীয় বা বুস্টার ডোজ ািনতে পারবেন। পুর্বে নিজ নিজ ইউনিয়নের টিকা কেন্দ্রগুলো থেকে যারা ২য় ডোজের টিকা গ্রহন করেছেন সেই কেন্দ্রগুলো থেকেই বুস্টার ডোজ দেওয়া হচ্ছে।
এ ব্যাপারে প্রচার-প্রচারণার জন্য শনিবার উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। ইউএনও মোহাম্মদ নাহিদ হাসান খান এর সভাপতিত্বে প্রেস ব্রিফিং করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: হালিমা খানম।
ডা: হালিমা বলেন,দ্বিতীয় ডোজের টিকা গ্রহনকারীদের সবাইকে বুস্টার ডোজ দেওয়া হবে। আজ ৪ জুন শনিবার হতে আগামী ৯জুন বৃহস্পতিবার পর্যন্ত ইউনিয়ন কেন্দ্রগুলোতে টিকা প্রদান করা হবে। এজন্য অ্যাস্ট্রজনিকা,ফাইজার ও মডার্না ভ্যাকসিন পর্যাপ্ত পরিমানে মজুদ রয়েছে। তাই এই সময়ের মধ্যে সবাইকে টিকা গ্রহনের জন্য তিনি আহবান জানান। সেই সঙ্গে দ্বিতীয় ডোজের টিকা গ্রহনেচ্ছু ব্যক্তিরা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে টিকা নিতে পারবেন বলেও তিনি জানান।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদ হাসান খান বলেন,কোভিড-১৯ মোকাবেলায় ভ্যাকসিনেশনের ক্ষেত্রে ভাঙ্গুড়া উপজেলা যথেষ্ট অগ্রগামী রয়েছে। বুস্টার ডোজ প্রদানের ক্ষেত্রেও যাতে এর ব্যতিক্রম না ঘটে,সেজন্য তিনি সাংবাদিক,মসজিদের ইমাম,জনপ্রতিনিধি,শিক্ষক ও সুশিল সমাজের প্রতিনিধিদের সহযোগিতা কামনা করেন।
প্রেস বিফ্রিং এ স্থানীয় ও জাতীয় পত্রিকার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।