1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ০৭:৩৮ পূর্বাহ্ন

ভাঙ্গুড়ায় গৃহহীনদের ঘর প্রদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে ইউএনও”র প্রেস ব্রিফিং  

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি :
  • আপডেটের সময় : শনিবার, ২৩ এপ্রিল, ২০২২
  • ২৪৭ সময় দর্শন

আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার – প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

শনিবার পাবনার ভাঙ্গুড়া উপজেলা প্রশাসনের আয়োজনে সম্মেলন কক্ষে এ প্রেস ব্রিফিং এ বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদ হাসান খান।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখেছিলেন বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবে না। জাতির পিতার এ স্বপ্ন পূরণের লক্ষে তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিববর্ষ উপলক্ষে ঘোষণা করেছেন “বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবে না”। এ উপলক্ষে আগামী ২৬ এপ্রিল বেলা ১১টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে কবুলিয়ত, জমির খতিয়ান, গৃহ প্রদানের সনদ সহ ঘরের চাবি হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন।

মোহাম্মদ নাহিদ হাসান খান জানান, এরই ধারাবাহিকতায় ভাঙ্গুড়া উপজেলার আশ্রয়ণ প্রকল্প ২য় পর্যায়ে ১০টি পরিবারের নিকট ঘর হস্তান্তর উদ্বোধন করা হবে।

ইউএনও আরো জানান, এই প্রকল্পের আওতায় এখানে ১ম পর্যায়ে ১০টি ও ০১টি পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃক নির্মিত। ২য় পর্যায়ে ১০টি, ০১টি উপজেলা পরিষদ কর্তৃক নির্মিতব্য নির্মাণ কাজ আগামী জুন মাসের মধ্যে সম্পন্ন হবে। সর্বমোট ৭৩টি ঘরের মধ্যে ৪৭টি ঘর নির্মাধীন। বাকী ২৬টি ঘর নির্মাণের জন্য প্রস্তাব করা হয়েছে।

তিনি আরো জানান, ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ উদ্বোধনকালে এখানে উপস্থিত থাকবেন স্থানীয় মাননীয় সংসদ সদস্য, উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, পৌর সভার মেয়র, ইউপি চেয়ারম্যান, জনপ্রতিনিধি ও সাংবাদিকসহ সুধী বৃন্দ। এ লক্ষে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host