1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১০:০২ অপরাহ্ন

ভাঙ্গুড়ায় পুলিশের নির্মিত গৃহ পেয়ে ভীষণ খুশি অসহায় খোদেজা

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি :
  • আপডেটের সময় : রবিবার, ১০ এপ্রিল, ২০২২
  • ২২১ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়া উপজেলার পাটুলিপাড়া গ্রামের অসহায় বয়স্ক নারী খোদেজা খাতুন বাংলাদেশ পুলিশের দেওয়া পাকা গৃহ পেয়ে ভীষণ খুশি। বাড়ি পাওয়ার পর প্রতিক্রিয়ায় তিনি বলেন,বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছেন আর তার কন্য শেখ হাসিনা দু:খি মানুষের নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করে দিয়েছেন। তিনি বলেন বঙ্গবন্ধু ও শেখ হাসিনার মত দেশ ও দেশের মানুষকে আর কেউ এত ভালো বাসেনি। তিনি শেখ হাসিনার জন্য অনেক দোয়া করে বলেন পুলিশও এখন অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জল স্বাক্ষর রাখছে।

জানা গেছে, অনেকদিন আগে খোদেজা খাতুনের স্বামী মারা গেছেন। তার একটা কন্যা সন্তান ছিলো,তিনিও ে নই দুনিয়ায়। বাড়ি-বাড়ি ঘুরে ফিরে চেয়ে চিস্তে খেয়ে পড়ে জীবনাপনিপাত করছিলেনন তিনি। অবশেষে ভাঙ্গুড়া থানায় নারী,শিশু,বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কে তার অসহায়ত্বের কথা জানান তিনি। ডেস্কের এসআই নুরজাহান ওসিকে বিষয়টি জানান । এরই ফলশ্রæতিতে মুজববর্ষ উপলক্ষে বাংলাদেশ পুলিশ গৃহহীন ওই নারীর জন্য ৪শ বর্গফুটের একটি সুন্দর পাকা বাড়ি নির্মাণ করে দেন।

রবিবার (১০ এপ্রিল) মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারচুয়ালি সারাদেশে একযোগে আনুষ্ঠানিক ভাবে গৃহহীন পরিবারের জন্য নির্মিত গৃহ হস্তান্তরের শুভ উদ্বোধন করেন। এসময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি,পুলিশের আইজিপি ড. বেনজির আহমদ প্রমুখ উর্ধতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এ উপলক্ষে রবিবার সকাল ১১টায় ভাঙ্গুড়া থানা কমপ্লেক্সের নতুন ভবনের সম্মেলন কক্ষে বাংলাদেশ পুলিশ আয়োজিত ভার্চুয়াল মিটিং এ যোগ দেন রাজনীতিক,স্থানীয় গন্যমান্য ব্যক্তি, সাংবাদিক ও পুলিশ প্রশাসনের কর্মকর্তা ও সদস্যরা।

ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ মু.ফয়সাল বিন আহসান এর সভাপতিত্বে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো: লোকমান হোসেন, সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন, পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম হাসনাইন রাসেল, যুগ্ন সাধারণ সম্পাদক ইমরান হাসান আরিফ, সাংগঠনিক সম্পাদক ইবনুল হাসান শাকিল, জেলা পরিষদ সদস্য মো: আসলাম আলী, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক মাহবুব উল আলম, সিনিয়র সহ-সভাপতি গিয়াস উদ্দিন,  সাংগঠনিক সম্পাদক রায়হান আলী, সদস্য মানিক হোসেন ও সাংবাদিক আব্দুল আজিজ প্রমুখ।

ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ মু.ফয়সাল বিন আহসান জানান,অসহায় গৃহহীন বৃদ্ধা খোদেজা খাতুন কে তার গৃহ বুঝে দেয়া হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host