ভাঙ্গুড়া সংবাদদাতা:
পাবনার ভাঙ্গুড়ায় এক কৃষাণ বধুর আত্মহত্যার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে খানমরিচ গ্রামে।কৃষাণ বধুর নাম শিউলি বেগম(৫৫)। তিনি ওই গ্রামের কৃষাণ হামিদ সরকারের স্ত্রী।
জানাগেছে, সংসারের নানা ঝামেলায় ব্যস্ত থাকার পরও জমি থেকে সরিষা না তোলায় তার স্বামী রাগারাগি করেন। তাই মনোকষ্টে তিনি বিষ ট্যাবলেট খান। বৃহস্পতিবার রাতেই তাকে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কতব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
ভাঙ্গুড়া থানার ওসি মু.ফয়সাল বিন আহসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,পুর্ব থেকেই ওই নারীর মানসিক সমস্যা ছিল। এছাড়া কোনো অভিযোগ না থাকায় শুক্রবার বিকালে লাশের পারিবারিক দাফন সম্পন্ন হয়েছে বলে তিািন শুনেছেন।