ভাঙ্গুড়া(পাবনা) প্রতিনিধিঃ
পাবনার ভাঙ্গুড়ায় পৌর আওয়ামীলীগের আয়োজনে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে সোমবার (১০ জানুয়ারি) রাতে পৌর আওয়ামীলীগ কর্তৃক আয়োজনে শরৎনগর বাজারে পৌর আওয়ামীলীগ চত্বরে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক বিতরণ, আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পৌর আওয়ামীলীগের সভাপতি মো. ওমর ফারুক রানার সভাপতিত্বে বঙ্গবন্ধুর দীর্ঘ কর্মময় সংগ্রমী জীবনের উপর বিস্তারিত ইতিহাস তুলে ধরে বক্তব্য দেন, পাবনা জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিয়ষক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. বাকী বিল্লাহ, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গোলাম হাসনাইন রাসেল, জেলা পরিষদ সংরক্ষিত মহিলা সদস্য গুলশাহানারা পারভীন লিপি,উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা অওয়ামীলীগের যুগ্ম সম্পাদক গোলাম হাফিজ রঞ্জু, সাংগঠনিক সম্পাদক আজাদ খাঁন,শিক্ষা ও পাঠ বিষয়ক সম্পাদক মো. হাসিনুর রহমান বাবু, ১নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি ফেরদেীস নেওয়াজ বাদল, যুবলীগ নেতা ইবনুল হাসান শাকিল,সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি ইমরান হাসান আরিফ, উপজেলা ছাত্রলীগ সভাপতি আতিকুল ইসলাম বিপ্লব, পৌর ছাত্রলীগ সভাপতি প্রভাষক হেলাল উদ্দীন খাঁনসহ প্রমুখ।
বক্তারা বঙ্গবন্ধুর দীর্ঘ রাজনৈতিক জীবনে আলোচনার পাশাপাশি ভাঙ্গুড়া পৌর আওয়ামীলীগের বর্তমান সাধারণ সম্পাদক গোলাম হাসনাইন রাসেলের নেতৃত্বে আগের যে কোনো সময়ের চেয়ে বর্তমান পৌর আওয়ামীলীগ আনেক বেশি শক্তিশালি উল্লেখ করে আগামী ১৮ই জানুয়ারি অনুষ্ঠিতব্য উপজেলা আওয়ামীলীগের কাউন্সিলে সাধারণ সম্পদকের পদে রাখার জোর দাবি জানান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর আওয়ামীলীগের সহসভাপতি রেজাউল করিম বাচ্চু। এসময় পৌর আওয়ামীলীগের ৯টি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক, আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গসহযোগী সংঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।