স্টাফ রিপোর্টার : স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে মহান বিজয় দিবসে পাবনার ভাঙ্গুড়া উপজেলার শরৎনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মনোমুগ্ধকর ডিসপ্লেটি এ পর্যন্ত প্রায় ১০ হাজার ভিউয়ারস উপভোগ করেছেন। ফেসবুকে অগনিত দর্শক শ্রোতাও ইতিবাচক কমেন্টস করে অভিনন্দন জানিয়েছেন।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মহোদয় উপজেলা পর্যায়ে এত সুন্দর, আকর্ষনীয় ও নন্দিত ডিসপ্লে প্রদর্শন করার জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবা খন্দকার কে ফোনে অভিনন্দন জানিয়েছেন। তিনি অধিদপ্তরের পক্ষ থেকে সকল শিক্ষক ও শিক্ষার্থীদের ধন্যবাদ জানান বলে প্রধান শিক্ষক হাবিবা খন্দকার ডিডিএন নিউজকে জানিয়েছেন।
উল্লেখ্য, গত ১৬ ডিসেম্বর ভাঙ্গুড়া উপজেলা পরিষদ মাঠে মার্চ পাস্ট ও ডিসপ্লে প্রদর্শন করে বিদ্যালয়টি প্রথম স্থান অধিকার করে। বিদ্যালয়ের শিক্ষক শরিফুল ইসলাম প্রথমে তার ফেসবুক আইডিতে এটি পোস্ট দেন।
সেখানে ১৪২টি শেয়ার হয়। পরে শিক্ষক রুহুল আমিন বৃহস্পতিবার আরেকটি পোস্ট দেন। সেখানেও অনেক শেয়ার পড়ে।