বিশেষ প্রতিনিধিঃ
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ও মহান বিজয় দিবসে পাবনার ভাঙ্গুড়ায় ৬৮জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার(১৬ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে চত্বরে উপজেলা প্রশাসন কর্তৃক ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ কারি জাতীর শ্রেষ্ঠ সন্তান ও বীর সন্তানদের এই সংবর্ধনা প্রদান করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা-৩ আসনের সংসদ সদস্য ও ভুমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি আলহাজ্ব মো. মকবুল হোসেন। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদ হাসান খাঁন এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. বাকী বিল্লাহ,পৌর মেয়র গোলাম হাসনাইন রাসেল, সাবেক উপজেলা কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা মোকছেদুর রহমান ।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ মুঃ ফয়সাল বিন অহসান, সমাজসেবা অফিসার মো. জহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা গণ ও তাদের পরিবারে সদস্য বৃন্দ। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদ হাসান খাঁন উপজেলার ৬৮ জন বীর মুক্তিযোদ্ধাকে ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করেন।