ভাঙ্গুড়া(পাবনা) প্রতিনিধিঃ
পাবনার ভাঙ্গুড়ায় আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী নুরু নবী মন্ডল দুলাল মাস্টারকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার(১২ ডিসেম্বর) বিকালে উপজেলার খানমরিচ ইউনিয়নের চন্ডীপুর বাজার এলাকায় নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করায় তাকে উপজেলার সহকারি কমিশনার(ভুমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপাশা হোসাইন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই জরিমানা করেন।
জানা গেছে, আগামী ২৬ তারিখে ইউপি নির্বাচনকে সামনে রেখে খানমরিচ ইউনিয়ন পরিষদের নৌকা সমর্থিত চেয়ারম্যান প্রার্থী নুরু নবী দুলাল মাস্টার তার কর্মী সমর্থক নিয়ে রবিবার বিকালের দিকে ময়দান দীঘি বাজার এলাকা থেকে শতাধিক মোটর সাইকেল ও শতশত কর্মী সমর্থক নিয়ে চন্ডী পুর বাজারে দিকে শোভা যাত্রা ও মিছিল করে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে নির্বাচনী প্রচারণা চালায়। বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসলে উপজেলা সহকারি কমিশনার(ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপাশা হোসাইন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে নৌকার সমর্থক চেয়ারম্যান প্রার্থী নুরু নবী মন্ডল দুলাল মাস্টারকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
এব্যপারে উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপাশা হোসাইন বালেন , নির্বাচনী আচারণ বিধি লঙ্ঘনে অভিযোগে চেযারম্যান পদ প্রার্থী নুর নবী মন্ডল দুলাল মস্টারকে ৮ হাজার টাকার জরিমানা করা হয়েছে। পাশাপাশি তাকে মৌখিক ভাবে সর্তক করা হয়েছে।