বিশেষ প্রতিনিধিঃ
পাবনার ভাঙ্গুড়ায় জাতীয় ভিটামিন ‘এ ‘ প্লাস ক্যাম্পইন কার্যক্রম এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এই ভিটামিন” এ” প্লাস ক্যাম্পেইন নিয়ে এ্যডভোকেসী সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার কর্তৃক অয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও শুভেচ্ছা বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোসাঃ হালিমা খানম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ নাহিদ হাসান খাঁন।
উপজেলা স্বাস্থ্য বিভাগের ইপিআই আব্দুল করিম জানান,আগামী ১১ ডিসেম্বর থেকে এই কার্যক্রম শুরুহয়ে চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত এই কার্যক্রম চলবে। ৬ মাস থেকে ১১ মাস বয়সী ১হাজার ৯শত ৯৩ জন শিশুর ও ১২ মাস থেকে মাস বয়সী ১৩ হাজার ৬শত ৯৮জন শিশু লক্ষ মাত্রা ধরা হয়েছে।
এছাড়া ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সর্বমোট ১৫ হাজার ৬শত ৯১ জন লক্ষমাত্রা ধরা হয়েছে। উপজেলায় মোট ১২১টি টিকাদান কেন্দ্রে ২৭২ জন সেচ্ছাসেবী ও মাঠকর্মী এই কার্যক্রমের সহযোগিতা করবেন। চরদিনব্যাপী এই কার্যক্রম সফল করতে প্রচার প্রচারনা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষে গণমাধ্যম কর্মীদের কাছে সহযোগিতা প্রত্যাশা করেন।
এসময় উপজেলা সমাজ সেবা অফিসার মো. জাহিদুল ইসলাম, পরিবার পরিকল্পনা অফিসার রহিমা খাতুন, সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।