উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ রোববার সকাল ১০টায় উল্লাপাড়ায় গলায় চকলেট আটকে হাসান নামের এক বছরের এক শিশু মারা গেছে। হাসান উলাপাড়া উপজেলা রামকৃষ্ণপুর ইউনিয়নের আগরপুর গ্রামের আবেদ আলীর ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, শিশু হাসান মোড়কসহ একটি চকলেট মুখে দিলে তার গলার ভিতর চলে গিয়ে শ্বাস নালীতে আটকে যায়। এমতাবস্থায় শিশুটি মারাত্বক অসুস্থ হয়ে পড়লে তাকে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখার ডাক্তার সায়মা ইসলাম শিশুটিকে মৃত্যু বলে ঘোষনা করেন।