বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় সন্ত্রাসী হামলায় আহত  সাংবাদিক মানিকের জটিল অস্ত্রপচার!  ভাঙ্গুড়ায় ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ডিজি’র প্রকল্প পরিদর্শন ভাঙ্গুড়ায় পশু-পাখির হিট স্ট্রোক প্রতিরোধে চিকিৎসকরা মাঠে ভাঙ্গুড়ায় ভুমি অফিসের অনলাইন কার্যক্রমে হযরানি কমেছে,নামজারি নিষ্পত্তি তরান্বিত ভাঙ্গুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে ইউএনও ভাঙ্গুড়ায় অগ্নিকান্ডে ক্রীড়া শিক্ষকের বাড়ি ভষ্মিভুত! ৩০ লাখ টাকার ক্ষতি ভাঙ্গুড়ায় প্রচন্ড গরম উপেক্ষা করে ক্লাস করছে প্রাথমিক শিক্ষার্থীরা ! অস্বস্তিতে ছাত্র-শিক্ষক প্রশংসনীয় উদ্যোগ- ভাঙ্গুড়ায় তাপদাহে পিপাসার্ত মানুষকে আনসার কমান্ডারের পানীয় সেবা অস্বাভাবিক গরমেও খুলছে প্রাথমিক বিদ্যালয়, বন্ধ থাকবে প্রাক-প্রাথমিক ভাঙ্গুড়ায় দাদন ব্যবসার ফাঁদে পড়ে নি:স্ব হচ্ছে ক্ষুদ্র কৃষক ও ব্যবসায়ী

আসন্ন শারদীয় দূর্গা পূজা

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১
  • ১৫২ সময় দর্শন
  • Print This Post Print This Post
আসন্ন শারদীয় দূর্গা পূজা

মোঃ মুন্না হুসাইন তাড়াশ(সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

প্রকৃতি যেন সেজেছে নবরুপে। কাশফুলের বাতাসে দোল খাওয়ার মনোরম দৃশ্য চোখে পড়ার মত। বাড়ির উঠানের কোনে থাকা শেফালি ফুলের ঘ্রাণে দারুণ মোহাচ্ছন্ন করে রাখে সকলকে। শরৎ শিশির ভেজা রোদ্রজ্বল দিনে দুয়ারে কড়া নাড়ছে শারদীয় দুর্গোৎসব /২০২১ ইং অর্থাৎ সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ আয়োজন দুর্গা পুঁজা।

কিন্ত গতবারের ন্যায় এবারও দুর্গোৎসব হচ্ছে করোনা আবহে। ফলে করোনা মোকাবিলা ও জনস্বাস্থ্য নিরাপত্তার বিষয় মাথায় রেখেই ১৮ ধরণের নির্দেশিকা জারি করেছে বাংলাদেশ কেন্দ্রীয় পুজা উদযাপন পরিষদ। দুর্গোৎসবের মধ্যেই মরণ ভাইরাস করোনার সংক্রমণ যাতে না বৃদ্ধি পায় সেদিকে সরকারের স্বাস্থ্য মন্ত্রনালয় সহ সকল মন্ত্রনালয় সজাগ রয়েছেন। পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবীপক্ষের কল্পনারম্ভের মাধ্যমে আগামী ৬ অক্টোবর ২০২১ মহালয়া তিথির মাধ্যমে শারদীয় দুর্গোৎসব বা অকাল বোধনের ঘট স্থাপনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হবে ও শুক্রবারের বিজয়া দশমীর মধ্যে দিয়ে শেষ হবে। পঞ্জিকা মতে দেবীর ঘোটকে আগমন সেহেতু ফল ছত্রভঙ্গ আর দোলায় গমণ সেহেতু ফল মরক। ইতিমধ্যেই পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে শহরে গ্রাম গঞ্জে মন্দিরে মন্দিরে সাজ সাজ রব পড়ে গেছে। কিভাবে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে দুর্গাপুজা পালন করা যায় সেটাও থাকছে আয়োজনে।

মাক্স, হ্যান্ড স্যানিটাইজার রাখা, জীবাণু নাশক স্প্রে করা, অগ্নিনির্বাপক যন্ত্র রাখা সহ সকল নিরাপত্তা মূলক ব্যাবস্থা জোরদার করা সহ স্বেচ্ছাসেবীদের দায়িত্ব বন্টন সবই চলছে সমান্তরালে। পুঁজোর আর বেশী দেরী নেই প্যান্ডেল নিমার্ণ, প্রতিমা নির্মাণ রং তুলির প্রলেপ, পুজা অর্চনার জন্য পুরোহিত নিয়োগ, উৎসব অঙ্গনে আলোকসজ্জা, সাউন্ড সিস্টেম, ঢাক, কাঁশী বাদ্যযন্ত্র শিল্পীদের সাথে কথা বলে কবে কখন আসতে হবে এসব কর্মযজ্ঞ চলছে পুরোদমে। সবমিলে সকলের মধ্যে প্রাণ চাঞ্চল্যতা দেখা দিয়েছে দীর্ঘ একটি বছর পরে আবার দেবী দুর্গার আগমনের মধ্যে দিয়েছে।

সনাতন ধর্মাবলম্বীদের মতে দেবী সারা বছর কৈলাশে থাকলেও পুঁজার কটা দিন মর্ত্যলোকে আসেন। এদিকে তাড়াশ পৌরসভায় ও সদর ইউনিয়ন মিলে -১৫টি, মাধাইনগর ইউনিয়নে -৬টি, দেশীগ্রাম ইউনিয়নে -৮টি, তালম ইউনিয়নে -৬টি বারুহাঁস ইউনিয়নে-৪টি, মাগুড়া বিনোদ ইউনিয়নে-২টি, নওগাঁ ইউনিয়নে-১টি সগুনা ইউনিয়নে-১টি সর্বমোট ৪৩ টি মন্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে তপন গোস্বামী সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন তাড়াশ উপজেলা পুঁজা উদযাপন পরিষদের সভাপতি ।

আর শারদীয় দুর্গোৎসবের আনন্দ শেষ হতে না হতেই ধন সম্পদের দেবী লক্ষী পুঁজা শুরু হবে ঠিক আড়াই দিন পরে। এভাবে সনাতন ধর্মাবলম্বী চিরাচরিত একের পর এক পুঁজা অর্চনা শুরু হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন - রায়তা-হোস্ট সহযোগিতায় : SmartiTHost
smartit-ddnnewsbd