1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
চাটমোহরে ব‍্যাংকে হামলা ভাঙচুর, অভিযুক্ত যুবদল নেতা বহিষ্কার সিংড়ায় অজ্ঞাত ব্যক্তির হত্যার রহস্য উদঘাটন যুক্তরাষ্ট্র-রাশিয়া উত্তেজনা চরমে, বাকযুদ্ধ থেকে পরমাণু সাবমেরিন মোতায়েনের সিদ্ধান্ত ট্রাম্পের খুলনায় ধুন্দল চাষে স্বাবলম্বী আলম শেখ শুল্ক চুক্তির গোপনীয়তা চুক্তি যৌথ বিবৃতিতে প্রকাশ হবে: বাণিজ্য উপদেষ্টা যুগে যুগে জালিমের পরিণতি শহীদ মিনারে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা করবে এনসিপি আ. লীগের কার্যক্রম নিষিদ্ধ, অপকর্ম করতে চাইলে ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু কাল চাটমোহরে যুবদল নেতার নেতৃত্বে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে হামলা

গাজীপুরের মেয়রকে বেকায়দায় ফেলতে অডিও জালিয়াতি!

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১
  • ১৭৬ সময় দর্শন
গাজীপুরের মেয়রকে বেকায়দায় ফেলতে অডিও জালিয়াতি!
গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম। পুরোনো ছবি

অনলাইন ডেস্কঃ

গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলমকে বেকায়দায় ফেলতে অডিও জালিয়াতি করেছে দুর্বৃত্তরা। মেয়রের একটি অডিও রেকর্ড এডিট করে তা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়। পরিকল্পিতভাবে এই রেকর্ডকে ইস্যু করে আবার বিক্ষোভ প্রদর্শনের ঘটনাও ঘটেছে।

জানা গেছে, গত মঙ্গলবার গাজীপুরের জয়দেবপুর ও টঙ্গীতে বিক্ষোভ ও মানববন্ধন করে মেয়রের প্রতিপক্ষ হিসেবে পরিচিত একটি চিহ্নিত চক্র। বিক্ষোভকারীরা এ সময় মেয়রকে উদ্দেশ করে কুরুচিপূর্ণ স্লোগান দেয়। এদিকে, রেকর্ডিংটি পর্যালোচনা করে দেখা যায়, প্রথম ৩ সেকেন্ড কথা বলছেন মেয়র। এরপরের চার মিনিটের কোথাও মেয়রের কণ্ঠ পাওয়া যায়নি। তবে হীন উদ্দেশ্য বাস্তবায়নে মেয়রের খণ্ড খণ্ড অডিও রেকর্ড খুব চতুরতার সঙ্গে এতে যুক্ত করে দেওয়া হয়। এতে মেয়রকে এমনভাবে উপস্থাপনের অপচেষ্টা হয় যাতে মনে হয় তিনি জাতির পিতাকে কটূক্তি করছেন!

এ ছাড়া একজন মন্ত্রী ও স্থানীয় একজন আওয়ামী লীগ ও যুবলীগ নেতা নিয়েও আপত্তিকর বক্তব্য সাজানো হয় কৌশলে। শুধু তাই নয়, দেশের সর্বোচ্চ গোয়েন্দা সংস্থার কাছে মেয়রকে হেয়প্রতিপন্ন করার উদ্দেশে তাদের জড়িয়েও মন্তব্যের নানা কারসাজি করা হয়।

পুরো রেকর্ডিংটি আকর্ষণীয় করতে বানানো হয় একটি থাম্বনেইলও। যেখানে বির্তকিত রিজেন্ট হাসপাতালের সাহেদ করিম, বিতর্কিত নারী নেত্রী হেলেনা জাহাঙ্গীরের ছবি জুড়ে দেওয়াই প্রমাণ করে বিষয়টি উদ্দেশ্য প্রণোদিত।
উল্লেখ্য, তথ্যপ্রযুক্তির চরম উৎকর্ষের যুগে অডিও জালিয়াতির ঘটনা এটিই প্রথম নয়। আবিস্কৃত বিভিন্ন অ্যাপস ও সফটওয়ারের কল্যাণে আপনি চাইলে মুহূর্তেই নকল করে ফেলতে পারেন খোদ যুক্তরাষ্ট্র প্রেসিডেন্টের কণ্ঠও। অবিকল মনে হতে পারে আপনি যাকে উদ্দেশ্য করে অডিও বানাতে চান। ধারণা করা হচ্ছে, এমনই কোনো সফটওয়্যারের আশ্রয় নিয়ে এই জালিয়াতির ঘটনা ঘটানো হতে পারে।

এদিকে, তৃণমূল থেকে উঠে আসা জাহাঙ্গীর আলমকে নিয়ে এমন ষড়যন্ত্র করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড় উঠেছে। মেয়রকে নিয়ে চক্রান্তকারীদের বিচারও দাবি করেন স্থানীয় সচেতন মহল। মেয়রের অনুসারীরা বলছেন, গাজীপুরের উন্নয়নমূলক কর্মকাণ্ডে ঈর্ষান্বিত হয়ে একটি সংঘবদ্ধ চক্র মেয়রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

জানতে চাইলে মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে গাজীপুরের উন্নয়নের দায়িত্ব দিয়েছেন। আমি নিরলস ও নির্মোহভাবে কাজ করে যাচ্ছি। মাঠে ময়দানে ছাত্র রাজনীতি করেছি। এর আগেও আমাকে নিয়ে ষড়যন্ত্র হয়েছে। শুধু একটি কথা বলি, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিককে যারা কটূক্তিকারী বানানোর চেষ্টা করে, তাদের উদ্দেশ্য কখনোই সফল হবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host