ভাঙ্গুড়া (পাবনা) সংবাদদাতা:
নানামুখি প্রতিভার অধিকারী স্কুলছাত্রী নুপুর দীর্ঘদিন যাবত বিনা চিকিৎসায় ভুগছে। সে পাবনার ভাঙ্গুড়া উপজেলার পাথরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী এবং ওই গ্রামের দরিদ্র রতন মিস্ত্রির মেয়ে। দুইমাস আগে নুপুর হঠাৎ শরীরের তীব্র যন্ত্রণায় অসুস্থ হয়ে পড়ে। এরপর থেকে সে শয্যাশায়ী। অর্থাভাবে প্রয়োজনীয় চিকিৎসা ও টেস্ট করাতে না পেরে তার রোগও শনাক্ত করা যায়নি।
পাথরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা লক্ষ্মী বিশ্বাস বলেন, নুপুর লেখাপড়ার পাশা পাশি নাচ,গান ও খেলাধুলায় খুবই পারদর্শী ছিল। জাতীয় শিশু প্রতিযোগিতায় ভালো পারফরমেন্স করে সে বিদ্যালয়ের সম্মান বাড়িয়েছে। অথচ চিকিৎসা অভাবে সে ক্রমেই মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে।
নুপুরের দাদা নজরুল ইসলাম বলেন,রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের শিশুবিভাগের প্রধান ডা:অধ্যাপক বেলাল উদ্দিন নুপুরের রক্তে ইনফেকশন রয়েছে বলে ধারণা করেন। এজন্য তিনি অনেকগুলো টেস্ট দিয়েছেন কিন্তু অর্থাভাবে তার উপযুক্ত চিকিৎসা করানো সম্ভব হচ্ছেনা। মেয়েটির জীবন বাঁচাতে তার বাবা রতন আলী (০১৭৩৯৪৪৯২৩৪) বিত্তবানদের নিকটআর্থিক সহযোগিতা কামনা করেছেন।