পাবনার ফরিদপুরে বসতবাড়ি থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। রোববার(১১জুলাই)বিকেল পাঁচটার দিকে উপজেলার বিলচন্দক গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার পুঙ্গলি ইউনিয়নের বিলচন্দক গ্রামের খাইরুল মোল্লার ছেলে মানিক মোল্লা (২২) ও তার স্ত্রী লাইলী আক্তার (১৯)। দুজনেই ঢাকার একটি পোশাক কারখানার শ্রমিক।
স্থানীয় জানায়, কয়েক বছর পূর্বে ঢাকার একটি পোশাক কারখানায় কাজ শুরু করে মানিক। একপর্যায়ে একই কারখানার কর্মরত লাইলীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর গত ফেব্রæয়ারি মাসে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। লাইলীর বাড়ি চাঁদপুর জেলায়। লকডাউনের কারণে পোশাক কারখানা থেকে গত মে মাসে ওই দম্পতি ফরিদপুর চলে আসেন। বাড়িতে আসার পর অভাবী সংসারে মারাত্মক অর্থকষ্টে পরে স্বামী-স্ত্রীসহ তার পরিবার। এ নিয়ে প্রায়ই পরিবারের মধ্যে ঝগড়া হতো। রোববার দুপুরেও পরিবারের সদস্যদের সাথে ঝগড়া করে দুজনেই নিজেদের ঘরে চলে যায়। বিকালে তাদের কোন সাড়াশব্দ না পেয়ে পরিবারের সদস্যরা দরজা ভেঙে ভেতরে ঢুকে দুজনের ঝুলন্ত মরদেহ দেখতে পায়।
এ ব্যাপারে ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। তবে কি কারণে আত্মহত্যা করেছে সে বিষয়টি এখনও জানা যায়নি। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।