নাটোরে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ১৪ জনের মৃত্যুর রেকর্ড হয়েছে। একই সময় শনাক্ত হয়েছে ১৩৫ জন। মৃতদের মধ্যে নাটোর সদর হাসপাতাল এবং নাটোর জেলার বিভিন্নস্থানে করোনায় ৮ জনের মৃত্যু ও উপসর্গ নিয়ে মারা গেছেন ৬ জন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন নাটোর সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা. পরিতোষ কুমার রায়।
গত ২৪ ঘণ্টায় অর্থাৎ রবিবার সকাল পর্যন্ত জেলার ৩৯৯ জনের নমুনা পরীক্ষা করে করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন ১৩৫ জন। শনাক্তের হার ৩৩ দশমিক ৮৩ শতাংশ।
এখন পর্যন্ত জেলায় মোট মৃত্যু ৭৪ জন। মোট শনাক্ত ৫ হাজার ২৮ জন। করোনা ও উপসর্গ নিয়ে সদর হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন ১০৬ জন। হোম কোয়ারেন্টিনে আছেন ২ হাজার ৬৬৩ জন।