করোনা ভাইরাসের সংক্রমণ রোধে পাবনার ভাঙ্গুড়ায় কাঁচা বাজার ও মাছ বাজার সরকারি হাজী জামাল উদ্দীন ডিগ্রী কলেজ মাঠে স্থানান্তর করা হয়েছে। অপদিকে স্বাস্থ্যবিধি মেনে নির্ধারিত স্থানে বসবে কোরবানির পশুর হাট।
গত শুক্রবার (৯ জুলাই) বিকালে ভাঙ্গুড়া পৌর সভার মেয়র গোলাম হাসনাইন রাসেল গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, সরকার ঘোষিত চলমান লকডাউনে ভাঙ্গুড়া বাজারের মানুষকে জনসমাগম এড়াতে কাঁচা ও মাছ বাজার সরকারি জহাজী জামাল উদ্দীন ডিগ্রী কলেজ মাঠ চত্বরে স্থানান্তর করা হয়েছে। পরবর্তী নিদেশনা না দেওয়া পযর্ন্ত সেখানে এই কার্য্যক্রম চলমান থাকবে।
মেয়র বলেন, আসন্ন কোরবারি উপলক্ষ্যে এলাকার খামারীদের পশুর ক্রয় ও ক্রেতাদের সুবিধার কথা বিবোচনা করে শরৎনগর বাজারের স্বাস্থ্যবিধি মেনেই চলবে কোরবানীর পশুরহাট। এক্ষেত্রে একাধিক পয়েন্টে থাকবে হাত ধোয়ার ব্যবস্থা ও মাইকিং করে সবাইকে শতভাগ মাক্স পড়া নিশ্চিত করা হবে। পাশাপাশি স্বাস্থ্যবিধি না মানলে চলবে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বিকালে পৌর মেয়র গোলাম হাসনাইন রাসেল, উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আশরাফুজ্জামান, সহকারি কমিশনার(ভূমি) কাওছার হাবীব ও ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ মুঃ ফয়সাল বিন আহসান স্থানগুলি পরিদর্শন করেন।