রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে রাজশাহীর ৯ জন, চাঁপাইনবাবগঞ্জের চারজন, নাটোর ও নওগাঁর দুজন করে রয়েছেন।
মৃতদের মধ্যে ৮ জন করোনা পজিটিভ এবং ৯ জন উপসর্গ নিয়ে মারা যান।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ৫২ জন। এর মধ্যে শুধু রাজশাহীরই ৩১ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে ৩৫৭ বেডের বিপরীতে মোট রোগী ভর্তি আছেন ৪৩১ জন। এদের মধ্যে রাজশাহীর ২৯৩ জন, চাঁপাইনবাবগঞ্জের ৫৬ জন, নাটোরের ৩৩ জন, নওগাঁর ৩৪ জন, পাবনার ৯ জন, কুষ্টিয়ার ৩ জন এবং চুয়াডাঙ্গা, দিনাজপুর ও ঢাকার একজন করে রয়েছেন।
এর আগের দিন রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে রাজশাহী জেলার ৪২৯টি নমুনা পরীক্ষায় ১৪৮ জনের করোনা পজিটিভ আসে। রাজশাহীতে শনাক্তের হার ৩৪ দশমিক ৪৯শতাংশ। চাঁপাইনবাবগঞ্জের ৭১টি নমুনা পরীক্ষায় ১৪ জনের পজিটিভ আসে। শনাক্ত হার ১৯ দশমিক ৭২ শতাংশ।