1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
সোমবার, ০৪ অগাস্ট ২০২৫, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
ব‍্যাংকে হামলাকারী সেই যুবদল নেতা গ্রেপ্তার নৌবাহিনী ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদের উদ্বোধন প্রধান উপদেষ্টার বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী অধ্যাপক ড. এম শমসের আলী আর নেই চাটমোহরে ব‍্যাংকে হামলা ভাঙচুর, অভিযুক্ত যুবদল নেতা বহিষ্কার সিংড়ায় অজ্ঞাত ব্যক্তির হত্যার রহস্য উদঘাটন যুক্তরাষ্ট্র-রাশিয়া উত্তেজনা চরমে, বাকযুদ্ধ থেকে পরমাণু সাবমেরিন মোতায়েনের সিদ্ধান্ত ট্রাম্পের খুলনায় ধুন্দল চাষে স্বাবলম্বী আলম শেখ শুল্ক চুক্তির গোপনীয়তা চুক্তি যৌথ বিবৃতিতে প্রকাশ হবে: বাণিজ্য উপদেষ্টা যুগে যুগে জালিমের পরিণতি শহীদ মিনারে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা করবে এনসিপি

ভাঙ্গুড়ায় কাউন্সিলরের ভাইসহ ৩ জুয়ারু আটক

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি :
  • আপডেটের সময় : বুধবার, ২৩ জুন, ২০২১
  • ৩৫৬ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়ায় অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে কাউন্সিলরের ভাইসহ তিন জুয়ারুকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২২জুন) রাত ৮টার দিকে উপজেলার ভাঙ্গুড়া ইউনিয়নের নৌবাড়িয়া নতুনপাড়া গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ ২৭ হাজার ৩০৫ টাকা ও ৬ মোবাইল ফোনসহ জুয়া খেলার সময় সরঞ্জান জব্দ করা হয়।

আটককৃতরা হলেন পৌরসভার চৌবাড়িয়া মধ্যেপাড়া মহল্লার মৃত আঃ ছাত্তারের ছেলে এলাননুর ইসলাম(৩৫), চৌবাড়িয়া বিশ্বাসপাড়া মহল্লার মৃত আঃ রহমানের ছেলে ছাইদুল ইসলাম (৩৫) ও চড়-ভাঙ্গুড়া উত্তরপাড়া গ্রামের ইউসুফ মোল্লার ছেলে বিল্লাল মোল্লা(৩০)।
পুলিশ জানায়, রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গুড়া থানার উপপরিদর্শক এসআই নাজমুল কাদেরের নেতৃত্বে এসআই হারুন, এএসআই কামরুজ্জামান ২ সঙ্গীয় ফোর্স নিয়ে ওই গ্রামে আঃ রাজ্জাক আকন্দের ইউক্যালিপটাস গাছের বাগান থেকে জুয়া খেলা অবস্থায় তাদেরকে আটক করা হয়।

এসআই নাজমুল কাদের জানান, সেখানে ৮/১০ মিলে টাকার মাধ্যমে তাস দিয়ে জুয়া খেলছিল। খবর পেয়ে তিনি সেখানে সঙ্গীয় ফোর্স নিয়ে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকি জুয়ারুরা পালিয়ে যায়।

এলাকাবাসী জানান, আটককৃত এলাননুর ও তার বড়ভাই বর্তমান কাউন্সিলর মোজাম্মেল হক বিশু ভাঙ্গুড়াসহ পাশ্ববর্তী বিভিন্ন এলাকায় গিয়ে জুয়া খেলেন। জুয়ার খেলা ও মাদকের কারণে উপজেলার বিভিন্ন এলাকায় চুরি ও ছিনতাইয়ের মত ঘটনার বৃদ্ধি পেয়েছে। তারা এলাকার চিহ্নিত জুয়ারুদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন।

তবে জুয়া খেলার বিষয়ে জানতে চাইলে কাউন্সিলর মোজাম্মেল হক বিশু বলেন, এলাকাবাসী আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ চালাচ্ছে।

এ ব্যাপারে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. ফয়সাল বিন আহসান বলেন, আটককৃতদের বিরুদ্ধে রুজু করে বুধবার সকালে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। জুয়াবিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host