ভাঙ্গুড়া উপজেলা ইসলামিক ফাউেন্ডশনের আয়োজনে ইমাম সম্মেলন ও সন্ত্রাস, জঙ্গিবাদ প্রতিরোধে এবং সামাজিক সমস্যা সমাধানে এক প্রশিক্ষণ কর্মশালা হয়েছে।
মঙ্গলবার( ১৫ জুন )সকালে স্বাস্থ্য বিধি মেনে উপজেলা (অস্থায়ী) কেন্দ্রীয় জামে মসজিদে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলা ফিল্ড সুপার ভাইজার মোঃ উজ্জ্বল হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বাকি বিল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর মেয়র গোলাম হাসনাইন রাসেল , উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশরাফুজ্জামান ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) মুহম্মদ আনোয়ার হোসেন ।
বক্তারা বলেন, মাঠ পর্যায়ে সরকারের অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বাস্তবায়নে ইমামরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। জঙ্গিবাদ নির্মূল, ইভটিজিং, বাল্য বিবাহ সহ নানা জন গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে ইমামদের সম্পৃক্ততা সবসময় পাওয়া যায়। কারণ সমাজের কাছে ইমামদের গ্রহনযোগ্যতা রয়েছে।
অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, মাওলানা আইয়ুবুর রহমান বিশ্বাস, হাফেজ মাওলানা আলী আশরাফ প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন, উপজেলা মডেল কেয়ারটেকার মাওলানা আশেকে এলাহী ছিদ্দিক।