পাবনার ভাঙ্গুড়া উপজেলায় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে এক তরুণ ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহতের নাম সুমন আলী (২১)। তিনি চাটমোহর উপজেলার বনগ্রামের আনোয়ার হোসেনের ছেলে। শুক্রবার (১১জুন)বাঘাবাড়ি-টেবুনিয়াসড়কে ভাঙ্গুড়া উপজেলার দিয়ারপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ভাঙ্গুড়া হাটে সরিষা কেনা বেচা করে ইঞ্জিন চালিত একটি ভ্যানে তিনি বাড়ি ফিরছিলেন। ঘটনাস্থলে পৌছিলে পাবনাগামী (নম্বরবিহিন)বালু বোঝাই একটি ড্রাম ট্রাক ওই ভ্যানকে ধাক্কা দেয়। এ সময় ব্যবসায়ী সুমন ভ্যান থেকে ছিটকে ট্রাকের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান। ঘটনার পর চালক ট্রাকটি ফেলে পালিয়ে যায়।
ভাঙ্গুড়া থানার ওসি মুহম্মদ আনোয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেলামর্গে পাঠানো হয়েছে এবং ঘাতক ট্রাক আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ জানায়।