ফরিদপুর(পাবনা)স্টাফ রিপোর্টারঃ গত রবিবার রাত প্রায় ১২টার সময় পাবনার ফরিদপুর উপজেলার প্রায় ৫’শ বছরের প্রাচীন ও ঐতিহ্যবাহী শম্ভুচাঁদ ঠাকুরের আট চালা পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।
শম্ভুচাঁদ ঠাকুর মন্দির পরিচালনা কমিটির সভাপতি প্রফুল্ল চন্দ্র দাস জানান, রাত প্রায় ১২টার দিকে এলাকার লোকজনের চিৎকার শুনে আমি দৌড়ে এসে দেখি আট চালাটি আগুনে দাউ দাউ করে জ্বলছে। অনেক লোকজন চেষ্টা করেও আগুন নেভানো যায়নি। আধা ঘন্টার মধ্যেই আটচালাটি সম্পুর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়। তিনি জানান,আটচালার মধ্যে রাখা রথ,দোলযাত্রার জিনিসপত্র,হরিবাসর,দূর্গাপুজার জিনিসপত্র এবং অনেক দূর্লভ-পুরোনো মূল্যবান জিনিসপত্র ও কাগজপত্র পুড়ে গেছে।
মঠ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সাধন রায় হালদার বলেন, এর আগেও কয়েকবার এটি পুড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল,যাতে আমরা এখান থেকে চলে যাই। উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্ঠান ঐক্য পরিষদের সভাপতি দিলিপ কুমার ঘোষ এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন। উপজেলা নির্বাহি অফিসার আহম্মদ আলী ও ওসি মাসুদ রানা ঘটনাস্থল পরিদর্শন করে বলেছেন, তদন্ত করে সন্ত্রাসীদের বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে।