ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়া পৌর সভার কুমড়াডাঙ্গা মহল্লায় ‘‘কুমড়াডাঙ্গা জামে মসজিদ’’ নামে নতুন একটি মসজিদের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৩১জুলাই) জুমার নামাজ আদায়ের মধ্যদিয়ে আনুষ্ঠানিকভাবে জামে মসজিদের উদ্বোধন করেন মেয়র গোলাম হাসনাইন রাসেল। এতে সভাপতিত্ব করেন মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব সেলিম হোসেন ডলার। উদ্বোধনী অনুষ্ঠানে থানার ওসি মুহম্মদ আনোয়ার হোসেন,উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজ রঞ্জু,উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ লোকমান হোসেন,সাবেক সভাপতি আব্দুল জব্বার ছানা,সহ-সভাপতি জাকির হোসেন ছবি,সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুর রহমান প্রধান,জেলা পরিষদের সদস্য আসলাম আলী,সাংগঠনিক সম্পাদক আজাদ খান,অধ্যক্ষ আব্দুল হাই সিদ্দিকী বাচ্চু,বিশিষ্ট ব্যবসায়ী বাহারুল ইসলাম বাহার ও প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি প্রভাষক গিয়াস উদ্দিন প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী মো: একরাম হক বলেন, মসজিদ ভবনটি ৪তলা বিশিষ্ট। বর্তমানে নিচতলা কাজ শেষ হয়েছে। দ্বিতীয় তলার কাজ শেষের দিকে।