পাবনার চাটমোহর পৌরসভার বালুচর ৩ নং ওয়ার্ডের অনিল পালের বাড়ী হতে দুলালের বাড়ী হয়ে নজরুল চেয়ারম্যানের বাড়ী পর্যন্ত আর সিসি রাস্তার নির্মানের উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২৩মে) সকাল ১০ টায় চাটমোহর পৌরসভার চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট শাখোওয়াত হোসেন এই নির্মান কাজের উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক শামসুজ্জোহা, তথ্যও গবেষনা সম্পাদক রেজাউল রহিম লাল, ছাইকোলা ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম অবসার প্রাপ্ত আনাসার বিডিপি অফিসার আব্দুল কাদের সংগীত শিল্পী এস এম আতাহার আলী, চটামোহর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক চলনবিল সম্পাদক রকিবুর রহমান টুকুন, সাবেক সভাপতি ও দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল,সাধরণ সম্পাদক সঞ্জিত সাহা কিংশুক, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক এস এম মাসুদ রানা, সাবেক ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র ইকলাসুর রহমান,১,২,ও ৩ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলার পিয়ানুর বিশ্বাস,২নং ওয়ার্ড কাউন্সিলর মাহতাব,৬নং ওয়ার্ড কাউন্সিলর ময়না খান, মের্সাস রত্না টের্ডাসের সত্বাধিকারী শাজাহান আলী, হাসান,৪ নং ওয়ার্ড কাউন্সিলর খন্দকার রাজ আলী সহ বালুচর এলাকার গণ্যমান্য ব্যাক্তি।
পৌরসভার নগর ভবন প্রকল্পের জিওডির অর্থায়নে প্রকল্পতি মূল্য ২৬.৮৪.৩৪১.০০ টাকা চুক্তি মূল্য ২৬.৮৪.৩৪১.০০ টাকা।