উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ শুক্রবার সকাল ৯টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কে উলাপাড়া উপজেলার রামারচর গ্রামের পাশে দু’টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১ নারী নিহত ও অপর ২ জন আহত হয়েছেন। নিহত নারী রাজশাহী পুঠিয়া এলাকার সাগর হোসেনের স্ত্রী আতিয়া খাতুন(৩৫)। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর নবী প্রধান জানান, দুঘর্টনার পর ফায়ার সার্ভিসের উদ্ধার দল ও হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ আহতদেরকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেবার পথে ওই নারী যাত্রী ১ জন মারা যান। অপর দুইজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ব্যাপারে সলঙ্গা থানায় মামলা হয়েছে। ট্রাক দুটি জব্দ করা হয়েছে।