পাবনা জেলার ভাঙ্গুড়া প্রেসক্লাবের উদ্যোগে ঢাকার সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলাম কে হেনস্থাকারীদের বিচার ও তার নিঃশর্ত মুক্তির দাবিতে মানবন্ধন কর্মসূচি পালন করা হয়।
বৃহস্পতিবার (২০ মে) সকাল ১১টায় ভাঙ্গুড়া প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের সম্মিলিত উপস্থিতিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশ নেন-ভাঙ্গুড়া প্রেস ক্লাব, ফরিদপুর উপজেলা প্রেস ক্লাব, বাংলাদেশ মফস্বল ফোরাম(ভাঙ্গুড়া,চাটমোহর ও ফরিদপুর)।
মানববন্ধনে অংশ নেন ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক মাহবুব-উল-আলম বাবলু, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ভাঙ্গুড়া উপজেলা শাখার সভাপতি প্রভাষক গিয়াস উদ্দিন, ভাঙ্গুড়া পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী মলায় কুমার দেব, ফরিদপুর উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মেহেদী হাসান ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি শেখ সালাউদ্দিন ফিরোজ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক রায়হান আলী,সদস্য প্রভাষক আব্দুর রহিম, মিনু রহমান,সিরাজুল ইসলাম আপন, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শ্রী সংগীত কুমার পাল, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ খাইরুল ইসলাম, হান্ডিয়াল প্রেস ক্লাবের সভাপতি চলনবিলের আলো পত্রিকার সম্পাদক রফিকুল ইসলাম রনি, সপ্তাহিক চলনবিলের আলোর ব্যবস্থাপনা সম্পাদক সোহেল রানা জয়, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক প্রভাষক আসাদুজ্জামান আসাদ, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মানিক হোসেন, ভাঙ্গুড়া উপজেলা রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ ও সদস্য মেহেদী হাসান রানা প্রমূখ। এছাড়াও স্থানীয় সংবাদকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানবন্ধনে বক্তারা বলেন, ঢাকার সিনিয়র সাংবাদিক রোজিনার ওপর হেনস্তাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অবিলম্বে রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, সাংবাদিক রোজিনা ইসলামকে পাঁচ ঘণ্টা অবরুদ্ধ করে তাঁর ওপর যে নির্যাতন চালানো হয়েছে, তা স্বাধীন গণমাধ্যমের পরিপন্থি।