করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিয়েছেন পাবনা- ৩ আসনের সংসদ সদস্য ও ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ মকবুল হোসেন।
বৃহস্পতিবার দুপুরে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে ভ্যাকসিন নেন তিনি। এর আগে গত ৬ মার্চ সংসদ ভবন থেকে টিকার প্রথম ডোজ নিয়েছিলেন তিনি।
টিকা নেয়ার পর তিনি বলেন, টিকা নিয়েছি, ভালো আছি। কৃতজ্ঞতা রইলো প্রধানমন্ত্রীর প্রতি। বৈশ্বিক মহামারিতে করোনা মোকাবিলায় সবাইকে নিয়ে একত্রিত হয়ে কাজ করছেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা অফিসার মোছাঃ হালিমা খানম,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আজিদা পারভীন পাখি, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মোঃ নুরুল ইসলাম ও যুবলীগ নেতা ইবনুল হাসান শাকিল।