বান্দরবানের আলীকদম-থানচি সড়কের ২৬ কিলোমিটারের উন্ডিপাড়া এলাকায় বৃহস্পতিবার সেনা অভিযানে ২শ ৬৮ পিচ অবৈধ কাঠ আটক হয়েছে।এসব কাঠের পরিমাণ প্রায় ২ হাজার ঘনফুট। সে হিসেবে জব্দকৃত কাঠের বাজার মূল্য প্রায় অর্ধকোটি টাকা। আলীকদম সেনা জোনের জেসিও (ওয়ারেন্ট অফিসার) ইকরাম জানান, আলীকদম-থানচি সড়কের ২৬ কিলোমিটারের উন্ডিপাড়া এলাকায় কাঠ চোরের দল গর্জনসহ বিভিন্ন প্রজাতির গাছ কেটে পাচারের উদ্দেশ্যে সাইজ করে রাখে। গোপন সংবাদের ভিত্তিতে সেনা সদস্যরা (বৃহস্পতিবার ২৯ এপ্রিল২১ইং) অভিযান করে বিভিন্ন সাইজের ২৬৮পিচ কাঠ জব্দ করেন। জব্দকৃত কাঠগুলো লামা বন বিভাগের তৈন রেঞ্জকে হন্তান্তর করা হয়েছে। উল্লেখ্য,থানচির রিজার্ভ ফরেস্ট থেকে অবৈধভাবে গাছ কাটার অভিযোগে থানচি থেকে বান্দরবান সড়ক পথে গাছের পারমিট বন্ধ করে দিয়েছে বান্দরবান বন বিভাগ।এ কারণে কাঠ চোরাকারবারীরা আলীকদম-থানচি সড়কপথে কাঠগুলি পাচারের উদ্দেশ্যে মজুদ করেছিল। লামা বন বিভাগের তৈন রেঞ্জ কর্মকর্তা জহির উদ্দিন মো. মিনার চৌধুরী জানান, জব্দকৃত কাঠে পরিমাণ প্রায় দুই হাজার ঘনফুট হতে পারে। কাঠ জব্দের স্থানটি থানচি উপজেলার ৩৬২নং থানচি মৌজায়। কাঠগুলি নিলামের মাধ্যমে বিক্রিলব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা করা হবে।