‘খাদ্যের কথা ভাবলে, পুষ্টির কথাও ভাবুন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনার ভাঙ্গুড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য বিধি মেনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. হালিমা খানম।
এ সময় সরকারি হাজী জামাল উদ্দীন ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ শহিদুজ্জামান,ভাঙ্গুড়া সরকারি ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম,ভারপ্রাপ্ত পরিবার পরিকল্পনা অফিসার মোছাঃ রহিমা খাতুন,ডা. ইকরামুন্নাহার,ডা. মোঃ নাজমুস সাকিব ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
ডা. হালিমা খানম বলেন,চলতি মাসের আগামী ২৯ এপ্রিল তারিখে উপজেলার ১শত ১৪ জন অসহায় দুস্থ মাতাদের মধ্যে এই খাদ্য, পুষ্টি সহায়তা সামগ্রী বিনামূল্যে বিতরণ করা হবে।