রোববার উল্লাপাড়ায় হাটিকুমর“ল ইউনিয়নের রাঁধানগর গ্রামে ডোবায় পড়ে তাসফিয়া খাতুন নামের দেড় বছর বয়সের এক শিশু মারা গেছে। সে এই গ্রামের আলহাজ আলীর মেয়ে। বেলা ১০টার দিকে এই ঘটনা ঘটে ।
আলহাজ আলী জানান, ঘটনার সময় তাসফিয়া একা বাড়ির পাশে খেলছিল। হঠাৎ করে পাশের ডোবার পাড়ে গেলে সে পানিতে পড়ে ডুবে যায়। পরে তার লাশ ভেসে উঠলে বাড়ির লোকজন জানতে পারে। সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।০