নাটোরে জেলেদের জালে ধরা পড়েছে ১৫ কেজি ওজনের একটি বোয়াল মাছ। শুক্রবার ভোরে হালতি বিলে মাছটি ধরা পড়ে। পরে মাছটি সিংড়া মৎস্য আড়তে আনা হয়। বিশ হাজার পাঁচশ পঞ্চাশ টাকায় মাছটি বিক্রি হয়। এটি দেখতে ভিড় জমায় উৎসুক জনতা।
সিংড়া জনতা মৎস্য আড়তের স্বত্বাধিকারী আব্দুস সালাম জানান, শুক্রবার ভোরে স্থানীয় মৎস্যজীবি সমবায় সমিতির লোকজন হালতি বিলে মাছ ধরতে নামে। এরই একপর্যায়ে তাদের জালে ১৫ কেজি ওজনের বেয়ালটি আটকা পড়ে। পরে তারা মাছটি বিক্রির জন্য তার আড়তে আনেন।
উন্মুক্ত নিলামে দাম চাওয়া হলে মাছটির সর্বোচ্চ দাম ওঠে বিশ হাজার পাঁচশ পঞ্চাশ টাকা। এ দামে মাছটি কিনে নেন আতাহার আলী নামে স্থানীয় এক মাছ ব্যবসায়ী। ১৫ কেজি ওজনের মাছটি একনজর দেখতে আড়তে শত শত মানুষ ভিড় জমায়।
চলনবিল জীব বৈচিত্র রক্ষা কমিটির সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান বলেন, একসময় হালতি বিল ও চলনবিলসহ ছোট বড় বিলে প্রায়শই বিশাল আকৃতির বোয়ালসহ বিভিন্ন প্রজাতির মাছ জেলেদের জালে ধরা পড়ত। কালের বিবর্তনে খাল-বিলে পানি শুকিয়ে যাওয়ায় হারিয়ে গেছে দেশীয় প্রজাতির অনেক মাছ। বড় আকারের বোয়াল জেলেদের জালে ধরা পড়ায় আবারও আশার সঞ্চার হয়েছে। বিলে পানি থাকাসহ মাছের অনুকূল পরিবেশ সৃষ্টি করতে পারলে আবারও বড় আকৃতির মাছ পাওয়া যাবে।