এসএম মাসুদ রানা, চাটমোহর (পাবনা) প্রতিনিধি
পাবনার চাটমোহরে বিয়ের প্রলোভনে ধর্ষন ও মোবাইল ফোনে ভিডিও ধারন করে ছড়িয়ে দেওয়ার অপরাধে শুক্রবার (২৪ জুলাই) গভীর রাতে চাটমোহর থানা পুলিশ ৩ জন কে আটক করেছে। আটকৃতরা হলো, উপজেলার বিলচলন ইউনিয়নের বোথর গ্রামের জলিলের ছেলে ও স্থানিয় স্কুলের শিক্ষক মামুন (২৬), আঃ কুদ্দুসের ছেলে আলমগির (২৩) ও মকবুল হোসেনর ছেলে জগলু (৩৬)। ধুলাউরি গ্রামের ধর্ষিতা যুবতী (২২) বাদি হয়ে চাটমোহর থানায় মামলা করলে তাদের আটক করা হয়।
চাটমোহর থানার এসআই রবিউল ইসলাম জানান, বিয়ের প্রলোভন দেখিয়ে মেয়েটির সাথে মামুন একাধিক বার শারীরিক সম্পর্ক তৈরি করে। কয়েকদিন আগে সেই বিশেষ সময়ে কৌশলে তাদের অন্তরঙ্গ মূহুর্তের ভিডিও ধারন করে। পরে আলমগীর ও জগলুর মাধ্যমে তা বিভিন্ন মোবাইলে ছড়িয়ে দেয়। এব্যাপারে চাটমোহর থানায় একটি ধর্ষন ও পর্নগ্রাফি আইনে মামলা হলে অভিযুক্তদের আটক করে শনিবার (২৫ জুলাই) পাবনা জেল হাজতে প্রেরন করা হয়েছে।