পাবনার ভাঙ্গুড়ায় উর্মি খাতুন নামে দশ বছর বয়সী এক শিশুর মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। শুক্রবার সন্ধা ৭ টার দিকে উপজেলার খাঁনমরিচ ইউনিয়নের দয়রামপুর গ্রাম থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। নিহত উর্মি ওই গ্রামের আব্দুল খালেকের মেয়ে।
জানা গেছে, শুক্রবার বিকালে বৃষ্টি আসা দেখে মেয়ে উর্মি খাতুনকে গোবরের তৈরি ঘুঁটে (ঘসি) তুলতে বলে মা জবেদা খাতুন। ঘসি না তোলায় মা জবেদা বকাঝকা করলে অভিমান করে ঘরের ডাবের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে উর্মি। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আনোয়ার হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। এব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে। শনিবার সকালে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।