পাবনার ভাঙ্গুড়ায় অসুস্থ গরুর মাংস বিক্রির অপরাধে বাচ্চু মোল্লা (৪৫) নামে এক কসাইকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। পরে জনসম্মুখে মাংসগুলো মাটির নিচে পুতে রাখা হয়।
বুধবার (৭ এপিল) সন্ধায় উপজেলার ভাঙ্গুড়া ইউনিয়নের চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বাচ্চু ওই গ্রামের বাসিন্দা ও বাচ্চু মোল্লা ডেইরী র্ফামের মালিক।
জানা যায়, বুধবার সন্ধ্যার দিকে বাচ্চু কসাইয়ের র্ফামে একটি বড় ষাড়গরু অসুস্থ হয়ে পড়ে। পরে বাচ্চু ভাঙ্গুড়া বাজারের মানিক কসাইয়ের সহযোগিতায় রোগাক্রান্ত ওই গরুটি জবাই করে তিন টাকা কেজি দরে মাংস বিক্রি করছিলেন।
খবর পেয়ে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ম্যাজিস্ট্রেট কাওছার হাবীব ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে কসাই বাচ্চুকে ৫ হাজার টাকা জরিমানা করে।
এ বিষয়ে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাওছার হাবীব বলেন, রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির সত্যতা পেয়ে কসাইকে জরিমানা করা হয় এবং মাংসগুলো মাটিতে পুঁতে রাখা হয়েছে।