শুক্রবার গভীর রাতে সিরাজগঞ্জের উল্লাপাড়ার হাটিকুমরুল গোলচত্বরে অভিযান চালিয়ে একটি যাত্রীবাহী বাস থেকে ৫৬ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সলংগা থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, দিনাজপুরের বিরামপুর উপজেলার ধানগড়া গ্রামের আনারুল ইসলাম (৩০) ও গোলাপ হোসেন (৩২)সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী জানান, বাসটি দিনাজপুর থেকে ঢাকা যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে উক্ত বাসে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক ব্যবসায়ীরা ব্যাগে করে এসব মাদক নিয়ে ঢাকা যাচ্ছিলেন। এ ব্যাপারে সলংগা থানায় মামলা হয়েছে।