ফরিদপুর(পাবনা)প্রতিনিধিঃ গতকাল মঙ্গলবার ফরিদপুর উপজেলায় আরো ৩ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে। এ নিয়ে ফরিদপুর উপজেলায় ১৫ জন করোনা রোগী সনাক্ত হয়েছে।
নতুন সনাক্তরা হলেন,উপজেলা প্রোগ্রাম অফিসার মাহফুজুর রহমান(৩৫),থানাপাড়া গ্রামের মুক্তিযোদ্ধা খসরু আলম(৭৫) এবং দেওভোগ গ্রামের মাজেদা খাতুন(৫০)।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ওমর ফারুক মীর জানান,উপজেলা থেকে এ পর্যন্ত ১৬৮ জনের নমুনা সংগ্রহ করা হয়। এদের মধ্যে করোনা পজেটিভ হয় ১৫ জন। এই ১৫ জনের মধ্যে ইতোমধ্যেই নিজ নিজ বাড়িতে চিকিৎসা নিয়ে ১২ জন সুস্থ হয়েছেন।